সাদা-কালো ফ্রেম,
বেহিসাবি প্রেম।
একলা থাকার ঘর
ডিহাং নদীর চর ।বেহিসাবি প্রেম।
একলা থাকার ঘর
অভিমানী দিন,
নীলচে রঙিন।
প্রতিমা না প্রতীক,
ক্লান্ত যে পথিক।
ঘাম ঝরা কোনও এক গ্রীষ্মের ছুটির দুপুরে, যে খেয়াল চেপেছিল হাফ-প্যান্ট পরা বালকের মনে, তাতো খামোখা-ই...
দেখা হলো মুঠোফোনে! 'জীবন গিয়েছে কুড়ি-কুড়ি বছরের পার'! না তার থেকেও বেশী হবে? ফিরে ফিরে আসে কাঠালতলা-কুসুম ভোর, মনপড়ে বয়েস হোষ্ট...