সোমবার, ৪ জুলাই, ২০১১

শরনার্থী

 








উৎসর্গ : সকল নৌকা মানুষদের  ( Boat People)

হাজার বছরের যাপিত জীবন
রীতি-নীতি কিংবা মাটি ও মৃত্তিকা
উঠে আসে প্রতিদিন অচেনা তাবুতে,
নোনা জলে ভাসে বাস্তু-ভিটে
বুরুন্ডি থেকে সুদূর জাভায় ।

সমুদ্রে ভাসিয়েছে যে ডিংগি
তার জন্য কার অপেক্ষা ?
কালো কালো নৌকা মানুষ
কি লজ্জা !  কি লজ্জা !



পু ন র্মি ল ন 🍂

  দেখা হলো মুঠোফোনে! 'জীবন গিয়েছে কুড়ি-কুড়ি বছরের পার'! না তার থেকেও বেশী হবে? ফিরে ফিরে আসে কাঠালতলা-কুসুম ভোর, মনপড়ে বয়েস হোষ্ট...