কাঁটাতার পেরিয়ে বহতা যাদুকাটা ছুঁয়ে যায় মেঘালয়,
অবোধ বালিকা জানেনা খণ্ডিত ইতিহাস, সীমান্তের ভয়।
কোন এক বিষন্ন দুপুরে যন্ত্রণা কাতর শব্দেরা তাই,
নাগরিক ড্রইংরুমে রাখা মিছিলমুখর মৌন বনসাই।
লাশকাটা ঘরে ষোড়শী তন্বী হারিয়েছে উষ্ণতা একদিন,
তুলসীতলায় অসভ্য হাওয়ায় প্রদীপেরা সব সলতেহীন।
তুলসীতলায় অসভ্য হাওয়ায় প্রদীপেরা সব সলতেহীন।
ওজুর পানি হাতে সে রমণী, কপালের সিঁদুর মুছে,
ফণিমনসার বনে সমবেত মনসামঙ্গল খুঁজে।