মঙ্গলবার, ১৯ জুন, ২০০৭

রাত

এখনও রাতের সাথে পথ চলি-
ধীরে ধীরে অন্ধকার আরও গাঢ় হলে
শরীর ছুঁয়ে দাঁড়ায় বিষণ্ণ পংক্তিমালা। 
ম্যাগনোলিয়া ম্যাপেলের সাথে হারায়
পরিচিত দেবদারুটাও দৃষ্টির আড়ালে। 
অন্ধকার গব্বর থেকে ভেসে আসে
আহত শব্দের চাপা কান্না
ভেঙ্গে যায় রাতের নীরবতা
এভাবেই কাটে এক রাত প্রতি রাত। 

পু ন র্মি ল ন 🍂

  দেখা হলো মুঠোফোনে! 'জীবন গিয়েছে কুড়ি-কুড়ি বছরের পার'! না তার থেকেও বেশী হবে? ফিরে ফিরে আসে কাঠালতলা-কুসুম ভোর, মনপড়ে বয়েস হোষ্ট...