এখনও রাতের সাথে পথ চলি-
ধীরে ধীরে অন্ধকার আরও গাঢ় হলে
শরীর ছুঁয়ে দাঁড়ায় বিষণ্ণ পংক্তিমালা।
ম্যাগনোলিয়া ম্যাপেলের সাথে হারায়
পরিচিত দেবদারুটাও দৃষ্টির আড়ালে।
অন্ধকার গব্বর থেকে ভেসে আসে
আহত শব্দের চাপা কান্না
ভেঙ্গে যায় রাতের নীরবতা
এভাবেই কাটে এক রাত প্রতি রাত।