শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

জীবন তুমি কিসে রচিত?

ষোল আনা জীবনের আট আনা শেষে

জিজ্ঞেস করি নিজেকে এই প্রথম বার
জীবন তুমি কিসে রচিত?
কিছু সত্যিকারের অনুভূতি
কিছু মিথ্যে কথার প্রতিশ্রুতি
কিছু তার পাওয়ার সুখে
কিছু কথা না রাখার দু:খে
কিছু তার বলে যাওয়া কথায়
কিছু তার না-বলা গোপন ব্যথায়
কিছু তার স্বপ্নপূরণে
কিছু তার স্বপ্নভঙ্গে
কিছু তার জলের মত স্পস্ট
কিছু তার ধোঁয়াশা এখনও
কিছু তার স্বজনের ভালোবাসায়
কিছু তার প্রিয়জনের দেয়া জখমে
কিছু তার কঠিন প্রতিজ্ঞায়
কিছু তার নতজানু প্রার্থনায়
সব মিলে আমিই জীবন
তুমি যা দেখ স্মৃতির আয়নায়।

পু ন র্মি ল ন 🍂

  দেখা হলো মুঠোফোনে! 'জীবন গিয়েছে কুড়ি-কুড়ি বছরের পার'! না তার থেকেও বেশী হবে? ফিরে ফিরে আসে কাঠালতলা-কুসুম ভোর, মনপড়ে বয়েস হোষ্ট...