মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

মিত্রা দিদি

'ঝাউ গাছের পাতা, তোমার মিত্রা দিদি ভালতো শিলচরে?' - জয় গোস্বামী


মিত্রা দিদি, তোমাকে নিয়ে কাব্য
লেখেনি কোন পুরুষ কোন দিন।
গলির মোড়ে বাজেনি সম্মিলিত
শীৎকার,  বখাটে ছেলেদের।


তোমাকে দেখতে আসেনি পাত্রপক্ষ, 
এসেছিল শুধু মেপে নিতে,
তোমার বুক, চুল, নিতম্ব
যাবতীয় সব শারিরিক।


কত বার গেছ তুমি কামরূপ-কামাক্ষা ?
কত বার ছুঁয়েছ তুমি কাম পীঠে সিঁদুর ?
কত বার পাল্টেছ জ্যোতিষি তুমি ?
কত বার করিয়েছ জাদুটোনা ?


কত যুগ  উপবাসী তুমি ঢেলেছ  দুগ্ধ,
সুগঠিত  শিবলিঙ্গে ?


সে খবর জানে শুধু,
একলা রাতের পাশ বালিশ।

রবিবার, ২৪ জুলাই, ২০১১

ইচ্ছে ডানা

---------------------------------------------
'যে উড়ে চলেছে, সে কেউ নয়, কিছু নয় - সে কেবল কবি'- জয় গোস্বামী
--------------------------------------------

ইচ্ছে করলেই লেখা যেত,
একটি মন ভাল করা প্রেমের কবিতা।
অলঙ্কারে-অনুপ্রাসে, নরম মোমের আলোয়,
লেখা যেত একটি রোমান্টিক
ক্যান্ডেল লাইট ডিনারের মনোরম বিবরণ।


ইচ্ছে করলেই ঝিলের মতো শান্ত বালিকা,
সকল নীরবতার অবসান ঘটিয়ে,
বৃষ্টিভেজা শ্রাবণ দিনের রঙধনু হয়ে,
ঝরণার মতো হেসে যেতে পারতো অকারণে।


ইচ্ছে করলেই বাঁধনহারা এক ঝাঁক শব্দ,
সাইকেল বালক হয়ে চলে যেতে পারতো,
কলেজ রোডের ঐ বাড়িটার ধারে,
যার আকর্ষন ছিল চুম্বকের চেয়েও বেশী।


কৈশোর ও যৌবনের সীমাহীন দারিদ্রতায়,
ভাড়া বাড়ীর জানলায় একা  দাড়িয়ে,
সাবলীল চাঁদের জ্যোৎস্নায় ভিজতে ভিজতে,
আমাদের ইচ্ছে গুলো কখনও উড়তে শেখেনি।


আমরা কেউ কবি হতে পারিনি।

বুধবার, ২০ জুলাই, ২০১১

প্রজন্ম

হাটি হাটি পা পা করছে যে প্রজন্ম
তার কানে কানে বলেছি গতকাল,

আমাদের কোন মানচিত্র নেই,
আমাদের কোন পতাকা নেই,
আমাদের  প্রিয় কোন নেতা নেই,


ছায়াপথের উজ্জ্বলতম নক্ষত্রটি
আমাদের কেউ নয়।


তাকে আরও বলেছি,
আমাদের গোয়াল ভরা গরু ছিল,
ছিল দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, 
ছিল সোনালী অতীত।

খুঁজে দেখো ধামাইলের সুরে,
রাধা রমনের মন মুনিয়ায়।

গাঙ্গেয় ব-দ্বীপের বিস্তীর্ণতায়
খুঁজে দেখো,

আমাদের হারিয়ে যাওয়া পদচিহ্ন,

যদি ইচ্ছে হয়।

১৯শে জুলাই, ২০১১
বেঙ্গালোর, কর্ণাটক

রবিবার, ১৭ জুলাই, ২০১১

শ্রাবণ

শ্রাবণ আসে শ্রাবণ যায়,
ফ্ল্যাট বাড়ীর এই বারান্দায়।

কদমফুলের পাইনা দেখা, 
বিশাল ঘরে থাকি একা ।

বৃষ্টি ঝরে অন্ধকারে, 
মন চলে যায় বরাক পারে।

ডিস টিভিতে সবই আসে, 
তবু তোমায় পাইনা কাছে । 

দূরে থেকেও পাশে থাকি , 
কুটুর কুটুর কিবোর্ড টিপি । 
১৬ই জুলাই, ২০১১
বেঙ্গালোর, কর্ণাটক

শনিবার, ১৬ জুলাই, ২০১১

শহুরে ল্যান্ডস্কেপ

ডুয়েল সিমের মুঠোফোনে কথা বলছে উনিশ কুড়ি, 
পাল্টানো শহুরে ল্যান্ডস্কেপে কতটা পালটেছ তুমি?

বুধবার, ১৩ জুলাই, ২০১১

নিজেকে নিয়ে কবিতা

 [ওয়াল্ট হুইটম্যান 
  Song of Myself ]

  I celebrate myself, and sing myself,
  And what I assume you shall assume,
  For every atom belonging to me as good belongs to you.

  I loafe and invite my soul,
  I lean and loafe at my ease observing a spear of summer grass.

  My tongue, every atom of my blood, form'd from this soil, this air,
  Born here of parents born here from parents the same, and their
      parents the same,
  I, now thirty-seven years old in perfect health begin,
  Hoping to cease not till death.

  Creeds and schools in abeyance,
  Retiring back a while sufficed at what they are, but never forgotten,
  I harbor for good or bad, I permit to speak at every hazard,
  Nature without check with original energy.
 

আমি প্রাণের উৎসবে গাই জীবনের  গান
তুমিও কি শুনতে পাওনা শিকড়ে সে সুর ? 
 

অবসরে মুখোমুখি তুমি আর আমি,    
এই আয়েশী সময়ে এসো চোখ রাখি,
গ্রীষ্মের ধারালো ঘাসের পাতায়।


এই জিহ্বা, রক্তের প্রতিটি লোহিত কণিকা,
এই মাটি, হাওয়ার।
পূর্বপুরুষের অস্থিমজ্জায় আমার জন্ম এই মাটিতে, 
পরিণত বয়সের সুঠাম শরীরে যে যাত্রা শুরু,
একমাত্র মৃত্যুই পারে তার পথ আগলে দাঁড়াতে

ভাঙনের পাঠক্রম নয়,
আমি মিলনের গান গাই

 

রবিবার, ১০ জুলাই, ২০১১

মন্তাজ

সাদা-কালো ফ্রেম,
বেহিসাবি প্রেম।

একলা থাকার ঘর
ডিহাং নদীর চর ।

অভিমানী দিন,
নীলচে রঙিন।

প্রতিমা না প্রতীক,
ক্লান্ত যে পথিক।

শুক্রবার, ৮ জুলাই, ২০১১

জোড় পায়রা

মুখ আর মুখোশের মাঝে যে দিন চলে গেলো
সে কষ্টের বিলাপ শুয়ে থাকুক নিয়ন আলোয়।

সোমবার, ৪ জুলাই, ২০১১

শরনার্থী

 








উৎসর্গ : সকল নৌকা মানুষদের  ( Boat People)

হাজার বছরের যাপিত জীবন
রীতি-নীতি কিংবা মাটি ও মৃত্তিকা
উঠে আসে প্রতিদিন অচেনা তাবুতে,
নোনা জলে ভাসে বাস্তু-ভিটে
বুরুন্ডি থেকে সুদূর জাভায় ।

সমুদ্রে ভাসিয়েছে যে ডিংগি
তার জন্য কার অপেক্ষা ?
কালো কালো নৌকা মানুষ
কি লজ্জা !  কি লজ্জা !



ভাষাবিহীন ভালোবাসার বিশ্ববিদ্যালয়

কারা যেন বাড়ি করছে গগন চুম্বী আশায় আমি তখন ব্যস্ত থাকি আরেক ভালবাসায়।   কলেজ রোড পেরিয়ে একটু এগিয়ে গেলে রাস্তাটা দু দিকে চলে গেছে। এক ...