রবিবার, ১১ এপ্রিল, ২০১০

অনেকটা ভালবাসার মত

Saxifrage is my flower that splits
the rocks. - William Carlos Williams

নিরালা এক প্রখর দুপুরে নীরা আনমনা বৃষ্টি বিলাসে
সাদা কালো ক্যানভাস ভরে ওঠে জটিল হিসেবে

মিথ্যে হলে ভালবাসা কামনার ফুল ফুটে বাবুঘাঠে
নীল রং হাতছানি দেয় অস্ফুট শৈল্পিক আঙ্গিকে

নতজানু আজন্ম প্রার্থনার উচ্চারিত মন্ত্রে
'ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা'

অথচ নীরা তুমি আনমনা আত্ম বিলাপে

শব্দগুচ্ছ

শব্দগুচ্ছ লিখে রাখো
যৌবন... উলটো হাওয়া... অস্থির সময়

রৌদ্রজ্জ্বল পাণ্ডুলিপি ম্যাচো হয়ে ওঠো
সঙ্গম এর উচ্চ শিখরে

স্খলনের শূন্যতা নয়, লিখে রাখো
অষ্টের  স্বাদ... মাতাল নিঃশ্বাস... নখের আঁচড়

শনিবার, ১০ এপ্রিল, ২০১০

ধর্মান্তর

কাঁটাতার পেরিয়ে বহতা যাদুকাটা ছুঁয়ে যায় মেঘালয়,
অবোধ বালিকা জানেনা খণ্ডিত ইতিহাস, সীমান্তের ভয়। 
কোন এক বিষন্ন দুপুরে যন্ত্রণা কাতর শব্দেরা তাই, 
নাগরিক ড্রইংরুমে রাখা মিছিলমুখর মৌন বনসাই। 
লাশকাটা ঘরে ষোড়শী তন্বী হারিয়েছে উষ্ণতা একদিন, 
তুলসীতলায় অসভ্য হাওয়ায় প্রদীপেরা সব সলতেহীন।
ওজুর পানি হাতে সে রমণী, কপালের সিঁদুর মুছে, 
ফণিমনসার বনে সমবেত মনসামঙ্গল খুঁজে। 

পু ন র্মি ল ন 🍂

  দেখা হলো মুঠোফোনে! 'জীবন গিয়েছে কুড়ি-কুড়ি বছরের পার'! না তার থেকেও বেশী হবে? ফিরে ফিরে আসে কাঠালতলা-কুসুম ভোর, মনপড়ে বয়েস হোষ্ট...