মঙ্গলবার, ১৯ জুন, ২০০৭

রাত

এখনও রাতের সাথে পথ চলি-
ধীরে ধীরে অন্ধকার আরও গাঢ় হলে
শরীর ছুঁয়ে দাঁড়ায় বিষণ্ণ পংক্তিমালা। 
ম্যাগনোলিয়া ম্যাপেলের সাথে হারায়
পরিচিত দেবদারুটাও দৃষ্টির আড়ালে। 
অন্ধকার গব্বর থেকে ভেসে আসে
আহত শব্দের চাপা কান্না
ভেঙ্গে যায় রাতের নীরবতা
এভাবেই কাটে এক রাত প্রতি রাত। 

ভাষাবিহীন ভালোবাসার বিশ্ববিদ্যালয়

কারা যেন বাড়ি করছে গগন চুম্বী আশায় আমি তখন ব্যস্ত থাকি আরেক ভালবাসায়।   কলেজ রোড পেরিয়ে একটু এগিয়ে গেলে রাস্তাটা দু দিকে চলে গেছে। এক ...