শনিবার, ২৪ নভেম্বর, ২০১২

সপ্তমীর কবিতা

সপ্তমীর দুপুরে, ঠিক এমনি 

অপেক্ষায় ছিল ছেলেটা। 

শরতের ঝলমলে রোদ্দুরে গা ভিজিয়ে, 

ষোড়শী  কবিতা আসবে বলে।


জ্বরে পুড়ে যাওয়া শরীর নিয়ে ,

জানলার ধার ঘেঁষে সারাটা দিন 

শুনেছিল আগমনী গান ।


একে একে ল্যাম্পপোস্ট গুলো 

বারোয়ারি সজ্জায় 

সুপুরুষ হয়ে ওঠার পরও-

একে একে ম্যাকআপময় 

মফঃস্বলই নীল-পরিরা

খল-খলিয়ে যাওয়ার পরও- 

একে একে পাড়ার দামি গাড়ীগুলো

ভাঙ্গা রাস্তার ধুলো উড়িয়ে

পুজো দেখতে যাওয়ার পরও-


প্রতীক্ষিত কবিতা আসেনি

শুধু রাত্রি এসে মুখ রেখে ছিল

ছেলেটার বিষণ্ণ জানলায়।

পু ন র্মি ল ন 🍂

  দেখা হলো মুঠোফোনে! 'জীবন গিয়েছে কুড়ি-কুড়ি বছরের পার'! না তার থেকেও বেশী হবে? ফিরে ফিরে আসে কাঠালতলা-কুসুম ভোর, মনপড়ে বয়েস হোষ্ট...