মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

অণু কবিতা ১

দুপুরের গনগনে রোদ্দুর বুক খুলে শুয়ে আছে মাঠে
নগ্ন পৃথিবীর কতটা আর ঢাকে সবুজ কোমল ঘাসে।

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১১

স্লেট-পেন্সিল

বহতা নদীর গ্রন্থনায় 
পাগলা গাজীর 
স্কুলটা ছিল দেয়াল বিহীন,
তারপর অনেক গুলো 
দুরগামী ট্রেন-বাস-উরুজাহাজ পেরিয়ে
অস্ফুট ইসারায় আজও ডেকে যায় 
প্রথম ভাগের স্লেট-পেন্সিল। 

পু ন র্মি ল ন 🍂

  দেখা হলো মুঠোফোনে! 'জীবন গিয়েছে কুড়ি-কুড়ি বছরের পার'! না তার থেকেও বেশী হবে? ফিরে ফিরে আসে কাঠালতলা-কুসুম ভোর, মনপড়ে বয়েস হোষ্ট...